বর্ষা মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ
- আপডেট সময় : ০২:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৮৭৩ বার পড়া হয়েছে
বর্ষা মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিনই এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর চলতি বছর এ পর্যন্ত এডিস মশাবাহিত রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৭৬ জনের। ডেঙ্গু নিয়ন্ত্রণে এর ধরণ বুঝে চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এর জন্য অধিকতর গবেষণা প্রয়োজন বলেও জানান তিনি। ডেঙ্গু মোকাবিলায় ভ্যাক্সিন তৈরির কাজ চলছে বলেও জানান ডা. শারফুদ্দিন আহমেদ।
করোনার পর আরেক আতঙ্কের নাম ডেঙ্গু। গেলো এক বছরে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন সংখ্যা। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা পদক্ষেপের পরও মিলছে না মুক্তি।
বর্ষা শেষ হয়ে শীত আসছে, তবু ডেঙ্গু নিয়ে উদ্বেগ কমছে না। প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। যাদের মধ্যে ঢাকার বাইরের রোগীর সংখ্যাই বেশি।
তবে রোগীদের ধরণ অনুসারে চিকিৎসা দেয়ার কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ চিকিৎসক। জটিলতা দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি।
শীত মৌসুমে এসেও ডেঙ্গুর এমন প্রাদুরভাবকে এর ধরণের পরিবর্তন হিসেবে দেখছেন বিএসএমএমইউ-এর উপাচার্য । ডেঙ্গু আক্রান্তদের বেশি বেশি তরল খাবার গ্রহণের পরামর্শ দেন তিনি। বললেন, সময়মত হাসপাতালে নিয়ে এলে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি দেশব্যাপী জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।