কমতে শুরু করেছে কুশিয়ারা নদীর পানি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১৬২০ বার পড়া হয়েছে
কুশিয়ারা নদীর পানি উজান থেকে কমতে শুরু করেছে। এতে হবিগঞ্জের নবীগঞ্জ অংশে কুশিয়ারার পানি লোকালয় থেকে নামতে শুরু করেছে। তবে পানি হাওরে নামার প্রধান যে খাল ও নালাগুলো রয়েছে।
সেগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানি নামছে ধীরগতিতে। ফলে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দূর্গতদের।এছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে থাকায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা।এদিকে, ৮টি আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় ৩০০টি পরিবারকে ৫ থেকে ১০ কেজি করে চাল দিয়েছেন জেলা প্রশাসন। তবে অন্য কোন খাবার বা খাবার উপকরণ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন।এছাড়াও আশ্রয় কেন্দ্রের বাইরে থাকা পরিবারগুলোর কাছে এখনও কোন ধরণের সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন তারা। ফলে খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যায় রয়েছেন দূর্গতরা।