কম্পোষ্ট সার ব্যবহার করে একই জমিতে তিনটি ফসল ফলিয়েছেন সুনামগঞ্জের কৃষক

- আপডেট সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
নিজের তৈরি কম্পোষ্ট সার ব্যবহার করে একই জমিতে একসঙ্গে তিনটি ফসল ফলিয়ে সারা জাগিয়েছে সুনামগঞ্জের কৃষক আব্দুল আওয়াল। প্রতিদিন এই ফসল দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে কৃষক ও তরুনরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশজুড়ে এই পদ্ধতি ছড়িয়ে দেয়ার আশা করে সংশ্লিষ্টরা।
জায়গা মাত্র ৪৫ শতক। পাহাড়ী ঢলের সাথে ভেসে আসা বালিতে ধান চাষের অযোগ্য হয়ে পড়ে জমিটি। কিন্তু, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার স্বরূপগঞ্জ গ্রামের উদ্যমী কৃষক আব্দুল আওয়াল, সেই জমিতে একইসঙ্গে আলু, ভুট্টা ও টমেটো ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
কৃষি বিভাগের পরামর্শ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ হাতে তৈরি করা জৈব সার দিয়ে বাম্পার ফলন পেয়েছেন তিনি। প্রতিদিন এই ফসল দেখতে দূর-দূরান্ত থেকে আসে কৃষক ও তরুনরা। জেলায় একটি হিমাগারের দাবি করেন তারা।
আওয়ালের এই সাড়া জাগানো উদ্যোগ ঘুরে দেখেছেন কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারাও।
কৃষক আব্দুল আওয়ালের কৌশলটি সারাদেশে ছড়িয়ে দিতে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করে এলাকাবাসী।