করোনা পরবর্তী ফুটবলে নতুন নিয়ম যুক্ত করেছে ফিফা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনা পরবর্তী ফুটবলে নতুন নিয়ম যুক্ত করেছে ফিফা। নতুন নিয়ম অনুসারে ম্যাচে, পাঁচজন করে বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পাবে দলগুলো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
করোনা পরবর্তী ফুটবলে নতুন কিছু নিয়ম যুক্ত হচ্ছে বেশ কয়েকদিন ধরে এমন গুঞ্জন ছিলো ফুটবল পাড়ায়। অবশেষে সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলো ফিফা। এর আগে ফুটবলে প্রতি দল তিনজন করে বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পেতো। কিন্তু করোনা ভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে এখন থেকে দুজন বাড়তি বদলি খেলোয়াড় নামতে পারবে। এই নিয়ম চলতি মৌসুমের ক্লাবগুলো বাকী ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ফিফা। তবে এই নিয়ম সীমিত সময়ের জন্য করা হয়েছে বলেও জানান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।