করোনা সংক্রমণ রোধে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার
- আপডেট সময় : ০৮:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে জানানো হয়, শুধু মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ৫ জন ওয়াক্তের নামাজ আদায় করবেন। শুক্রবার জুমার নামাজে ১০ জনের বেশি অংশ নিতে পারবেন না। এদিকে, স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহনগর পুলিশ। মহল্লার দোকান খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
মসজিদে জামাতে নামায আদায় ইসলামে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আর ইসলামের নির্দেশনা মেনে চলার পাশপাশি বেশি সওয়াব লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা দৈনিক পাঁচ ওয়াক্ত এবং শুক্রবার জুমার নামায মসজিদে আদায় করেন।
সম্প্রতি দেশে করোনা মোকাবিলায় অঘোষিত লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় সরকার। সবশেষ করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে ধর্ম-মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উপাসনালয়গুলো থেকেও এই ভাইরাস ছড়ানোর কারণে মুসল্লিদের ঘরে নামায আদায় করার নির্দেশ দেয়া হয়।
আর শুক্রবার জুমার নামাজ জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে।
মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচ জন এবং জুমার জামাতে সর্বোচ্চ ১০ জন শরিক হতে পারবেন বলে উল্লেখ করা হয়।
এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে সমবেত না হওয়ার নির্দেশনা দিয়ে অমান্যকারীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, আর বিভিন্ন পাড়া ও মহল্লার নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তবে ওষুধের দোকান ২৪ ঘন্টা খোলা রাখা যাবে। জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় থকাবে না বলে জানানো হয়েছে।