করোনাভাইরাস আতঙ্কে বাকিংহাম প্যালেস থেকে রানি দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে নেওয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাজ্যের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে রানি দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে নেওয়া হয়েছে । স্বামী ফিলিপকে নিয়ে উইন্ডসর ক্যাসেলে উঠেছেন তিনি।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ উভয়েই সুস্থ আছেন। সাময়িক সময়ের জন্য সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা। তবে লন্ডনে, বিশেষ করে রাজপ্রাসাদ এলাকায় ঘুরতে যান বিপুল সংখ্যক পর্যটক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের ওই ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত এক সপ্তাহ ধরেই বাইরের কারও সঙ্গে দেখা করছিলেন না ৯৪ বছর বয়সের রানি দ্বিতীয় এলিজাবেথ ।