করোনা আক্রান্ত এক যুবকের মৃত্যু, উপসর্গে মারা গেছে আরো দুইজন
- আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দুমকীতে করোনা আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ফেনী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে মারা গেছে আরো দুইজন।
পটুয়াখালীর দুমকী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবক সম্প্রতি নারায়নগঞ্জ থেকে দুমকীতে গ্রামের বাড়ীতে আসে। নিহত দুলাল দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকী গ্রামের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সোবাহানের ছেলে। তিনি নারায়নগঞ্জের একটি পোশাক কারাখানায় কাজ করতেন। পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এঘটনার পরপর গ্রামটি লকডাউন করেছে জেলা প্রশাসন।
ফেনীতে জ্বর, সর্দি, গলাব্যথা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নুর নবী নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, নারায়নগঞ্জে একটি মাছের আড়তে কাজ করতেন নুর নবী। গত ২৪ মার্চ তিনি বাড়ীতে ফেরার পর থেকে উপসর্গগুলো দেখা দেয়। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাটি লকডাউন করেছে প্রশাসন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রিমা খাতুন নামের এক শিশুর মুত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুজরুজ দক্ষিণ মিয়াপাড়া গ্রামের এনামুল হকের কন্যা। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ মেডিক্যাল টিম নমুণা সংগ্রহ করেছে।