করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে রেকর্ড ৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে করোনায় রেকর্ড ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পর্যটন নগরী কক্সবাজারে করোনা নতুন মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। করোনায় মারা যাওয়া ৪ জনই কক্সবাজার শহরের বাসিন্দা। কক্সবাজার সদর হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিন আব্দুর রহমান জানান, মারা যাওয়া চার জনের একজন শহরের টেকপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী। তিনি, তার চিকিৎসক পুত্র ও চিকিৎসক পুত্রবধু করোনায় আক্রান্ত হয়েছিলেন গত ১৫ মে। ৩ জনই কক্সবাজার থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকালে ওই অবসরপ্রাপ্ত কর্মচারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান।
করোনায় মারা যাওয়া অন্য ৩ জন হলেন শহরের বিমানবন্দর এলাকার মৎস ব্যবসায়ী। তার বয়স ৫৫ বছর তিনি কক্সবাজার মৎস অবতরন কেন্দ্রের শীর্ষ মৎস ব্যবসায়ী ছিলেন। মারা যাওয়া আরেকজন শহরের পেশকারপাড়ার ৫৫ বছর বয়স্ক পুরুষ ও অন্যজন শহরের ৫ নং ওয়ার্ড এসএম পাড়ার ৬০ বছরের নারী।