করোনা আক্রান্ত হয়ে বরিশাল, ঢাকার ধামরাই ও মাদারীপুরে ছয়’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে বরিশাল, ঢাকার ধামরাই ও মাদারীপুরে ছয়’জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৪ জনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত এবং অপর তিনজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম আব্দুর রহমান। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। তার বাড়ী ধামরাইয়ের ইসলামপুরে। ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন হবে। এ নিয়ে উপজেলায় ৬ জনের মৃত্যু হলো বলেও জানান তিনি।
করোনা আক্রান্ত হয়ে মাদারীপুরের শিবচরের বহেরাতলা এলাকার শফিকউদ্দিন শেখ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।