করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন নার্সের মৃত্যু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, শেফালী দাস করোনা আক্রান্ত হয়ে গেলো রাতে মারা যান। মৃত নার্স বেশ কিছুদিন ধরে নিজ বাড়ি হোম আইসোলেশনে ছিলেন। এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক জাকিউল ইসলাম জানান, শেফালী দাস চলতি মাসের শুরুর দিকে করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি শহরের আমলাপাড়া এলাকায় নিজ বাসভবনে হোম আইসোলেশনে অবস্থান করছিলেন।