করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জে দু’ জন ও চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জে দু’ জন ও চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দু’জনের মৃত্যু হয়েছে ।তারা হলেন, সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রামের স্বপন কুমার মন্ডল ও ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের আব্দুল মাজেদ। সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে ভর্তি হন তারা ।
করোনার উপসর্গে চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামের জাহিদ নামে এক যুবক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে তিনি নিজ বাড়িতেই মারা যান। করোনা শনাক্তে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ । একই সাথে তার বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামিম কবির জানান, জেলা সদরের বড়শলুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদুল ইসলাম গত তিনদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি কাশিতে ভুগছিলেন।