করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার, নড়াইল ও সাতক্ষীরায় তিনজনের মৃত্যু
- আপডেট সময় : ১২:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার, নড়াইল ও সাতক্ষীরায় তিনজনের মৃত্যু হয়েছে।
সর্দি-জ্বর-কাশি ও স্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার শহরের সোনালি ব্যাংক জুগিডহর শাখার ক্যাশিয়ার মোঃ নজমুল হক চন্দন নামে একজনের মৃত্যু হয়েছে। গেলো রাতে শহরের নিজ বাসায় আইসোলেশনে থাকাবস্থায় তার মৃত্যু হয়। তিনি জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে নড়াইলের লোহাগড়ায় প্রশান্ত সিকদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গেলরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চরবালিদিয়া গ্রামের শিরিষ সিকদারের ছেলে
এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমা বেগম নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে জেলায় করেনার উপসর্গ নিয়ে ৫৭ জনের মৃত্যু হলো।