করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় তিনজন ও চুয়াডাঙ্গায় দু’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় তিনজন ও চুয়াডাঙ্গায় দু’জনের মৃত্যু হয়েছে।
ভোর সাড়ে ৫টা থেকে সকালের মধ্যেই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান। এরা হলেন, সাতক্ষীরা শহরের আমতলা এলাকার রিনা খাতুন, সদর উপজেলার বাটকেখালি গ্রামের রিজিয়া বেগম ও কলারোয়া উপজেলার গতখালি গ্রামের জাহেদা বেগম। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতরা কয়েক দিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় হাফিজা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া গেলরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালামউদ্দীন।