করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা ও মৌলভীবাজারে তিনজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা ও মোলভীবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে এক বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৮৪ জন মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক মানস কুমার মণ্ডল জানান গেলরাতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজন মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার কাসেদ আলী ও আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের এনামুল হক।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার রায়ের মৃত্যু হয়েছে। গেলরাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি বার্ধক্য জনিত নানা রোগেও ভুগছিলেন।