করোনা উপসর্গ নিয়ে ৩ জেলায় ১১ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৭:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারে ৭ জনসহ কুমিল্লা ও গোপলগঞ্জে ১১ জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে জেলায় আরো ৭জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, মির্জা ফারুক বেগ, প্রভাত রঞ্জন পাল নিপু, তৈমুছ আলী,তোফাজ্জল হক, হাফিজ মোহাম্মদ, দেওয়ান হাসনাত ও মজিদ ইছমত। এরা সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা। মৃতরা দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. ইশতিয়াক চৌধুরী জানান, মৃত সবাই হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। মৃত ব্যক্তিরা হলেন, লুৎফুর নেছা, শাহ আলম ও নাজমা বেগম।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কাজী আলমগীর নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: ইয়ার আলী মুন্সী বলেন, সকাল ৮টার দিকে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কাজী আলমগীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।