করোনা উপসর্গ নিয়ে ৬ জেলায় ৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারে তিনজনসহ ৬ জেলায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও শ্রীমঙ্গলে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামে মাসুক মিয়া, কুলাউড়ার উপজেলার ভাটেরা ইউনিয়নের লতিফ মিয়া ও একই গ্রামের ৫ বছর বয়সের শিশু চিনু বেগম। সবাই দীর্ঘদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন।
ময়মনসিংহের ভালুকায় জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ নিয়ে মাহবুবুল আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে নিজ বাড়ীতে মারা যান তিনি। স্থানীয়রা জানান, নিহত আলম সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আসে।
বরগুনায় করোনা উপসর্গে দেলোয়ার হোসেন পান্না নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গ্রামের বাড়িতে শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। দেলোয়ার হোসেন পান্না আমতলী পৌর শহরে প্রাণ ফুড কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে চিকিৎসাধীন এবিএম খলিলুর রহমানের মৃত্যু হয়েছে। খলিলুর রহমান ভোলার সহকারি শিক্ষা কর্মকর্তা ছিলেন।
মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গে চিকিৎসাধীন ব্যবসায়ী পরান পোদ্দা ভোরে মারা গেছে। সে মাদারীপুর শহরের কুলপদ্দি এলাকার হরেকৃষ্ণ পোদ্দারের ছেলে। তিনি কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
ফেনীতে জ্বর ও শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।