করোনা ও উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫০ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৭, নাটোর ৩, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে মারা গেছেন। এছাড়া দিনাজপুরে ৮ ও ঠাকুরগাঁওয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ সময়ে কুষ্টিয়ায় মৃতের সংখ্যা ২২ জন থাকলেও আজ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চট্টগ্রামে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জন মারা গেছে। আর ফেনী ৬ ও কুমিল্লায় মারা গেছেন ৮ জন।
২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৭ জন মারা যান। নেত্রকোনায় মারা গেছেন ২ জন।
এছাড়াও করোনা ও উপসর্গে খুলনায় ১২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঝিনাইদহে, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ৫ জন করে ১৫ জন মারা গেছেন। যশোরে মারা গেছেন ৭ জন।
একদিনে ফরিদপুরে ১৭ জন, বগুড়ায় ৭, বরিশালে ১০, ও বান্দরবানে ২ জন মারা গেছেন।