করোনা ও বহুমাত্রিক সংকট মোকাবিলায় প্রশিক্ষণের বিকল্প নেই : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিশ্বশান্তি নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের পাশাপাশি করোনা মোকাবেলা ও বহুমাত্রিক সংকট সমাধানে প্রশিক্ষণের বিকল্প নেই বলে জানান তিনি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানকে স্বীকৃতি দেয়ায় বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’র সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন “শান্তির অগ্রযাত্রা”। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে এ অনুশীলনে বাংলাদেশের সঙ্গে অংশ নেন ভারত, ভুটান ও শ্রীলংকার সেনাবাহিনীর সদস্যরা।
সমাপনীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে মনোনীত অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়- বঙ্গবন্ধুর এই পররাষ্ট্র নীতির পথ অনুসরণ করে বর্তমান সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা, কৌশল এবং উচ্চতর ডিগ্রি অর্জনে, প্রশিক্ষণ একাডেমী গড়ে তুলেছে সরকার। এ সময় সামরিক বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন তিনি।
অদৃশ্য করোনার মতো বহমাত্রিক হুমকী মোকাবেলায় যথাযথ ব্যবস্থা ও প্রস্তুতির কথাও জানান সরকার প্রধান।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অব্যাহত রাখারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।