করোনা টিকার চতুর্থ ডোজ কার্যক্রম শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ কার্যক্রম শুরু হয়েছে আজ। সকাল ৯টায় সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যাদের তৃতীয় ডোজ নেয়ার চার মাস হয়েছে, তারাই চতুর্থ ডোজ নিতে পারবেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। পরে তিনি বলেন, করোনা টিকার অ্যান্টিবডি বেশিদিন থাকে না। এজন্য সরকার চতুর্থ ডোজ করোনা টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে। সারা দেশে প্রায় ৪ কোটি মানুষ চতুর্থ ডোজ নেয়ার মতো রয়েছেন। তবে আপাতত ৫টি ক্যাটাগরিতে এই টিকা দেয়া হবে। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে টিকা কেন্দ্রগুলোকে কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে।