দৃষ্টান্তমূলক সাজার অভাবেই কমছে না হোয়াইট কলার ক্রিমিনালদের দৌরাত্ম্য
- আপডেট সময় : ০৭:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দৃষ্টান্তমূলক সাজার অভাবেই কমছে না হোয়াইট কলার ক্রিমিনালদের দৌরাত্ম্য। এমনটাই জানালেন ডিএমপি’র সাবেক কমিশনার নাইম আহমেদ। আর আলোচিত মামলার অপরাধীদের দ্রুত সাজা নিশ্চিত করা না গেলে, বিচার ব্যবস্থা নিয়ে জনমনে আস্থার সংকট তৈরী হবে বলে মনে করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। বিশেষজ্ঞরা আরো বলেন, রাজনৈতিক প্রভাব আর অল্প সময়ে বিত্তবান হবার আকাঙ্খা থেকেই শিক্ষিত মেধাবীরা অপরাধে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য দীর্ঘমেয়াদে অশুভ লক্ষণ।
ক্যাসিনোর সম্রাট আর পাপিয়া পর্ব শেষে দেশজুড়ে এবার সমালোচনায় নতুন নাম শাহেদ করিম। ভিআইপিদের সঙ্গে ছবি তুলে জনগণকে প্রতারণার বিষয়টিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই প্রতারক। জালিয়াতি আর প্রতারণায় আরো একধাপ এগিয়ে থাকার প্রমাণ দিয়েছেন জিকেজির চেয়ারম্যান ডা সাবরীনা। অর্থের লালসায় দায়িত্ব, মর্যাদা ও লজ্জাশীলতা যখন পরাজিত হয় তখনই সৃষ্টি হয় ডা. সাবরীনার মত চিকিৎসকের। এমন সব নতুন নামের তলে চাপা পড়ে যাচ্ছে পুরোনো অপরাধী ও তাদের অপরাধ। মেধাবী, শিক্ষিতরাও কেন জড়িয়ে পড়ছে এমন নতুন নতুন প্রতারণা ও অপরাধে?
অপরাধ ও অপরাধীর বিষয়ে জনগণকে সজাগ করে রাষ্ট্রের প্রতি আস্থাশীল করতে আলোচিত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি প্রয়োজন বলেও মত দেন তারা।
আইনজীবীরা জানান রিজেন্টের শাহেদ করিমের বিরুদ্ধে আয়কর ফাঁকি, প্রতারণাসহ ৩২টি মামলা এখনো চলমান এবং অধিকাংশ মামলাই ৯ বছরের বেশী পুরোনো।