করোনা থেকে রক্ষায় সবাইকে আবারো সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারিতে বিশ্বব্যাপী সংকটে থাকায় বাংলাদেশও কিছুটা সংকটে পড়েছে। তারপরও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এ সময় করোনা সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে আবারো সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ । করোনার কারণে অর্থনীতি কিছুটা ধাক্কা খেলেও, প্রণোদনা দিয়ে তা ঘুরে দাঁড়ানো চেষ্ঠা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
কৃষিজমি কমতে থাকা, জনসংখ্যা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ।
গত একযুগ ধরে সরকারের নানা যুগান্তকারী পদক্ষেপের ফলে কৃষিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। সকালে বঙ্গবন্ধু জাতিয় কৃষি পুরুস্কার পদান অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
কৃষিখাতের উন্নয়নে সরকারের যুগন্তকারি পদক্ষেপ কৃষকদের ভাগ্য পরিবর্তন হয়েছ বলে জানান, প্রধানমন্ত্রী।
এছাড়া, করোনার মধ্যে দেশের অর্থনীতির চাকা ধরে রাখার চেষ্টা করছে সরকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ৫টি স্বর্ণপদক সহ ৩২ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরুষ্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।