করোনা নিয়ন্ত্রণ ও মোকাবিলায় ২ হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন
- আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনা এগিয়ে নিতে আগামী এক বছরে ২ হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন হবে। গতকাল এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
সংস্থাটি বলছে, এই অর্থ বিশ্বজুড়ে করোনার টিকা প্রদান, পরীক্ষা করা এবং চিকিৎসা নিশ্চিত করায় ব্যয় করা হবে। একইসঙ্গে চলমান মহামারির রাশ টানতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন, ক্রয় এবং বন্টনে এই অর্থ ব্যয় করা হবে। এ ছাড়া বিশ্বজুড়ে করোনার টিকা ব্যবস্থায় ব্যাপক বৈষম্য রোধেও এই অর্থ কাজে লাগবে। করোনা মহামারির কারণে ইতিমধ্যে সারা বিশ্বে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এমন প্রেক্ষাপটে ডব্লিউএইচও জানিয়েছে, করোনার টিকার বন্টন পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে বিশ্বজুড়ে আরও অন্তত ৫০ লাখ মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব। বিবৃতিতে বলা হয়, গত দেড় বছরের বেশি সময়ে করোনা মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তার তুলনায় এই পরিমাণ অর্থ খুবই নগন্য। এই অর্থ বিভিন্ন দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। বিশেষত করোনা ভাইরাসের কারণে অধিক ঝুঁকিতে থাকা দেশগুলোকে এটা সহায়তা করবে।