করোনা নিয়ন্ত্রণে চীনের পরেই বাংলাদেশের অবস্থান : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে চীনের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। তিনি বলেন, সরকারের নানা উদ্যোগের ফলে দেশে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এটা অনেক উন্নত দেশের চেয়েও অনেক কম বলে দাবি করেন তিনি।
দুপুরে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও টেকনোলজিস্ট পদে আরও ২০ হাজার লোক শিগগিরই নিয়োগ করা হবে বলেও জানান জাহিদ মালেক। এছাড়া আগামী ১৫ দিনে আরও দেড় কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেয়া হবে বলে জানান। তিনি আরও জানান, এ পর্যন্ত দেশে টিকা গ্রহনের উপযোগী ৪০ শতাংশকে প্রথম ডোজ এবং ২৫ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।