করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ভ্যাকসিন নিয়ে লুটপাটে মগ্ন সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বর্তমান সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে আবারো দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৭ কোটি মানুষের দেশে সরকার যৌথ উদ্যোগে করোনা ভ্যাকসিন তৈরির পদক্ষেপ না নিয়ে আমদানির নামে এখন আরেক লুটপাটে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। দলের প্রতিষ্ঠাতা- জিয়াউর রহমানের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনশেষে একথা বলেন বিএনপি মহাসচিব। জনগণের কাছে জবাবদিহিতা না থাকায় ভ্যাকসিন নিয়ে সরকার বিশাল দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলানগরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা।
এসময় প্রয়াত জিয়াউর রহমানের জীবনের নানা দিক তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।
জনবিছিন্ন সরকারের জবাবদিহিতা না থাকায় এখন করোনা ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের অত্যাচার-নির্যাতনের সমালোচনা করে করে মির্জা ফখরুল বলেন, এ থেকে মুক্তির জন্য নতুন করে নেতা-কর্মীদের শপথ নিতে হবে।