করোনা নিয়ে নতুন এক অনুসন্ধান দেখাচ্ছে আশার আলো
- আপডেট সময় : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
করোনা নিয়ে নতুন এক অনুসন্ধান দেখাচ্ছে আশার আলো। ‘ন্যাচার’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, শক্তির শেষ পর্যায়ে করোনা ভাইরাস। নতুন স্ট্রেইন আনার ক্ষমতাও প্রায় শেষ ভাইরাসটির। গত দেড় বছরে ক্রমাগত মিউটেশন ঘটিয়েছে নভেল করোনাভাইরাস বা সার্স-কোভ-টু।
স্পাইক প্রোটিনের সজ্জাবিন্যাস ও গঠন ক্রমাগত বদলাতে পটু করোনা ভাইরাস গত দেড় বছরে নতুন নতুন মিউটেটেড স্ট্রেইন তৈরি করেছে। আর এ ভাবেই মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে লাগাতার ধোঁকা দিয়েছে। বিজ্ঞানীদের দাবি, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ডেল্টা। এর বেশি আর শক্তি বাড়াতে পারবে না ভাইরাসটি। ন্যাচার-এ প্রকাশিত গবেষণাপত্রটির সঙ্গে যুক্ত অন্যতম বিজ্ঞানী তথা আমেরিকার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের কর্মকর্তা এরিক টোপল একই মত দিয়েছেন। এ বিষয়ে সমর্থন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কিন্তু এখানেই এর শেষ বলে মনে করছেন তারা। আপাতত বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে ডেল্টাই। একে রুখতে হলে একমাত্র পথ টিকাকরণ।