করোনা নিয়ে বিদ্রুপকারী বিএনপি নেতাদেরকেও ভ্যাকসিন দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা নিয়ে বিদ্রুপকারী বিএনপি নেতাদেরকেও ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যে ৫ জন প্রথম করোনা টিকা নিয়েছেন তারা সুস্থ আছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, এদের দেখে দেশের সবাইকে ভ্যাকসিন নিতে আগ্রহী হতে হবে। বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া কার্যক্রম পরিদর্শনশেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্বে এ পর্যন্ত যত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, তার মধ্যে ভারতের এই ভ্যাকসিন সবচেয়ে ভালো বলে প্রমাণিত হয়েছে। এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। জুন মাস পর্যন্ত সাড়ে ৫ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারত থেকে আনা সেরামের করোনা টিকা প্রয়োগের মধ্য দিয়ে দেশে শুরু হলো টিকা প্রয়োগের কার্যক্রম। বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাসহ ৫ জনকে টিকা প্রয়োগের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এরপর একে একে দেশের প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ২৬ জনকে টিকা দেয়া হয়। এদের মধ্যে প্রথম টিকা নেয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা জানান, তার অনুভূতির কথা জানান।
এই ভ্যাকসিন দিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান প্রথম নেয়া অন্য টীকা গ্রহীতারাও।
প্রথম দিনে ২৬ জনকে টিকা দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, বৃহস্পতিবার ঢাকার ৫টি সরকারী হাসপাতালে ৫শ’ জনকে করোনা টিকা দেয়া হবে।
এর আগে করোনা টিকা কার্যক্রম উদ্বোধনশেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী। করোনা নিয়ে বিদ্রুপকারী বিএনপি নেতাদেরকেও ভ্যাকসিন দেয়া হবে বণলে জানান তিনি।
বিশ্বে এ পর্যন্ত যতগুলো করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, তার মধ্যে ভারতের ভ্যাকসিন সবচেয়ে ভালো প্রমাণিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ৭ ফেব্রুয়ারি ঢাকার বাইরে সারাদেশে ভ্যাকসিন দেয়া শুরু হবে।
জুন মাস পর্যন্ত সাড়ে ৫ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।