অর্থনৈতিক খাতে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের ওপর প্রধানমন্ত্রীর ওপর গুরুত্ব আরোপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলা ও করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক খাতে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ইন্টারন্যাশনাল ডেটআর্কিটেকচার অ্যান্ড লিকুইডিটির ওপর ‘ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অব কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড ইনিশিয়েটিভ’ শীর্ষক রাষ্ট্র ও সরকার প্রধানদের এক ভার্চুয়াল বৈঠকে বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতেও কোভিড-১৯ পরবর্তী সময়ে তারল্য সংকট মোকাবিলা ও ঋণের বোঝা লাঘবে আমাদের উচ্চাভিলাষী ও সমন্বিত বৈশ্বিক কর্ম-পরিকল্পনা প্রয়োজন।’তারল্য সরবরাহে ও ঋণ সমস্যা সমাধানে অধিকতর সাহসী ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরাই এই ভার্চুয়াল বৈঠকের লক্ষ্য।