করোনা পরিস্থিতি আগামীতে আরো কঠিন হবেঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
করোনার পরিস্থিতি আগামীতে আরো কঠিন হবে। এমন আশংকা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি । তাই দলের সব নেতাকর্মীদের করোনা মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার আহবান জানান ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, জনগণের পাশে আছে জানিয়ে তিনি বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। দলের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ও সংসদ সদস্যরা আওয়ামী লীগের পক্ষে সারাদেশে ৯০ লাখ ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ ৮ কোটি ৬২ লাখ অর্থ সহায়তা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান ,এ সব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে। এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।