করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারেঃ কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কর্মস্থলে ফিরতে ঈদ পরবর্তী জনস্রোতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার আশংকা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আশংকার কথা জানান তিনি। বিএনপি নেতাকর্মীদের গত একযুগ ধরে ঈদ নেই এবং তাদের হত্যা করা হচ্ছে ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সময় মা-বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি। তাদের দাফন-কাফনের শেষ সুযোগও দেওয়া হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থায়ও গ্রেফতার করা হয়েছিলো আওয়ামী লীগ নেতাকর্মীদের।