করোনা পরিস্থিতিতে কোরবানির পশু বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছে খুলনার খামারিরা
- আপডেট সময় : ০৩:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে কোরবানির পশু বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছে খুলনার খামারিরা। তারা বলছেন, খামারের তুলনায় বাড়েনি পশুর চাহিদা। অন্যদিকে বেড়েছে গো-খাদ্যের দাম। হাটে লোক সমাগম কম হওয়ার আশঙ্কায় অনেকেই প্রস্তুতি নিচ্ছে অনলাইনে বিক্রির। তবে, তা কতটা সফল হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে খামারিদের মাঝে।
ঈদকে কেন্দ্র করে খুলনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় প্রতিবারের মতো এবছরও গড়ে উঠেছে ছোট-বড় পশু খামার। এসব খামার থেকেই জেলার কোরবানির পশুর চাহিদ পূরণ হয়। কিন্তু, করোনায় গো-খাদ্যের দাম বৃদ্ধিতে, এবার পশু পালনের ব্যয়ও বেড়েছে। তাছাড়া, কোরবানির হাট ব্যবস্থাপনা নিয়েও দুশ্চিন্তায় আছে খামারিরা।
কোরবানির প্রায় চার মাস আগে, প্রতিটি খামারে ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে একাধিক গরু কেনা হয়। এসব গরু সময়ভেদে এক বছরও পালতে হয়। হাট মন্দা হলে দীর্ঘস্থায়ী লোকসানে পড়বে তারা। জেলা প্রানিসম্পদ কর্মকর্তা জানান, কোরবানির স্থানীয় চাহিদা মেটাতে বাইরের জেলার ওপর নির্ভর করতে হয়-না। খুলনায় ছ’হাজার ৮৯০টি খামারে গবাদি পশু আছে ৪৫ হাজার ১৪৮টি। এর মধ্যে ৪০ হাজার ৯৬৮টি গরু ও চার হাজার ১৮০টি ছাগল এবং ভেড়া।