করোনা পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছে খুলনার নার্সারি ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০২:৫৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছে খুলনার নার্সারি ব্যবসায়ীরা। শত কোটি টাকার চারা ও কলম বিক্রি নিয়ে শঙ্কায় আছেন বিক্রেতারা।
বৃক্ষ রোপণ মৌসুমেও পাওয়া যাচ্ছে না ক্রেতা। চারা বিক্রিতে ও জেলার বাইরে পাঠাতে সহযোগিতা করবে বলে জানিয়েছে, জেলা কৃষি সম্পসারণ অধিদফতর।
নার্সারি পল্লী হিসেবে পরিচিত খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকা। খুলনা-যশোর মহাসড়কের পাশে নার্সারির বিরাট মোকাম গড়ে উঠেছে। এখানে ৫০ লাখেরও বেশি দেশি-বিদেশি ফলদ-বনজ চারা ও ফুল গাছের কলম মজুদ রয়েছে। এসব চারা ও কলম ভারতেও রপ্তানি হয়। করোনার থাবায় বিক্রি না হওয়ায় আটকে আছে শত কোটি টাকার চারা।
জুন-জুলাইয়ে প্রচুর কেনা-বেচা হয়ে থাকে। এই সময় সব নার্সারিতে চলে চারা ও কলমের পরিচর্যা। কিন্তু, করোনার কারনে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা না আসায় এবার কেনা-বেচা নেই। স্থানীয় বাজারে কিছু কিছু বিক্রি হলেও কাঙ্খিত দাম পাচ্ছেনা তারা।গাছের চারা ও কলম তৈরিতে শ্রমিকদের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে নার্সারি মালিকরা।
বারবার আলাদা জোনের দাবি করেও সাড়া পায়নি বলে জানায়, নার্সারি মালিক সমিতি।
চারা বিক্রি ও জেলার বাইরে পাঠাতে সহযোগিতা করা হবে বলে জানায়, কৃষি সম্পসারণ অধিদফতর।
প্রায় পাঁচ’শ একর জমিতে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন করছে চার’শ ব্যবসায়ী। প্রায় ১,২০০ শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সাথে জড়িত রয়েছে