করোনা পরিস্থিতিতে বিপাকে মানিকগঞ্জের সবজি চাষিরা
- আপডেট সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে গণপরিবহন। জরুরী প্রয়োজনে কিছু যানবাহন চলাচল করলেও তার সংখ্যা খুবই কম। অপরদিকে করোনা পরিস্থিতি সামালে লোকজনের উপস্থিতি কমেছে হাট বাজারে। এতে বিপাকে পড়েছেন মানিকগঞ্জের বিভিন্ন এলাকার সবজি চাষিরা।
ফলন ভালো হলেও স্থানীয় পাইকারি বাজারগুলোতে চাহিদা নেই সবজির। নাম মাত্র দামে স্থানীয় বাজারেই সবজি বিক্রি করছে কৃষকেরা। মানিকগঞ্জের বিভিন্ন এলাকার সবজি চাষিরা এমন বিষয়ই তুলে ধরেছেন। এদিকে দিনের পর দিন সার, বীজ ও কিটনাশকের দাম দ্রত গতিতে বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। এভাবে চলতে থাকলে লোকসানের পড়তে হবে বলে মন্তব্য তাদের।
বাজারদর কম থাকায় উপযুক্ত মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে চাষিরা। বিষয়টি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান এই কর্মকর্তা।
এ সংকট সমাধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা সবার।