করোনা পরীক্ষার দুর্নীতির সাথে আ’লীগ নেতাদের জড়িত থাকা দুঃখজনক :মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা পরীক্ষায় দুর্নীতির সাথে আওয়ামী লীগের নেতাদের জড়িত থাকাকে দুঃখজনক বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা রোগীদের স্বাস্থ্যসেবায় ভার্চ্যুয়াল হটলাইন কলসেন্টার উদ্বোধনের সময় একথা বলেন বিএনপি মহাসচিব। তিনি আরো বলেন, এই সরকার নির্বাচিত নয় বলেই করোনার ব্যাপারে প্রথম থেকেই অজ্ঞতা এবং উদাসীনতা দেখিয়েছে। এছাড়া তিনি অভিযোগ করেন, এই চরম সময়েও সরকার মানুষের পাশে না দাড়িয়ে বিএনপির উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে।