করোনা প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিল গেটস

- আপডেট সময় : ০৯:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস। শুক্রবার করোনার ভ্যাকসিন আবিষ্কার ও চিকিৎসা প্রযুক্তির বিকাশে সহযোগিতার ব্যাপারে একমত হয়েছেন বিল গেটস ও প্রেসিডেন্ট মুন জে ইন।
কোরিয়া টাইমস জানায়, বিল গেটসের অনুরোধে ২৫ মিনিটের ওই কথোপকথনে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই সময় করোনা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সাফল্যকে একটি বৈশ্বিক মডেল হিসেবে উল্লেখ করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। উন্নয়নশীল দেশে করোনা পরীক্ষার টেস্টিং কিটসহ অন্যান্য সহযোগিতার জন্য দক্ষিণ কোরিয়ার প্রশংসা করেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন বলেন, প্রয়োজনীয় ভ্যাকসিন আবিষ্কার ও বিতরণে সাহায্য করে ভবিষ্যতেও আমরা আক্রান্ত দেশগুলোতে সহযোগিতা করার আশা রাখি। বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সিউলভিত্তিক আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট–আইভিআইকে অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন গবেষণা ও উন্নয়ন সংস্থা- বিল গেটস ফাউন্ডেশন।