করোনা প্রতিরোধে মধ্যরাত থেকে চার দেশ ছাড়া বাংলাদেশে থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাস প্রতিরোধে মধ্যরাত থেকে চার দেশ ছাড়া বাংলাদেশে থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নিষেধাজ্ঞার বাইরে রয়েছে চীন, ব্রিটেন, হংকং ও থাইল্যান্ড। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানানো হয়।
নিষেধাজ্ঞা কার্যকর করতে নোটিশ টু এয়ারম্যান ‘নোটাম’ জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান। এতে বলা হয়েছে, ১০ দেশ থেকে কোনও ফ্লাইট বাংলাদেশে অবতরণ করতে পারবে না। দেশগুলো হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।