করোনা প্রাদুর্ভাব না আসলে ২ হাজার ২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশে পরিণত হতো বাংলাদেশ : অর্থ সচিব
- আপডেট সময় : ০৮:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ডিজিটাল বাংলাদেশ গঠনের কারনে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ বলে জানিয়েছে অর্থ সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ তিনি বলেন করোনা প্রাদুর্ভাব না আসলে ২ হাজার ২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশে পরিণত হতো বাংলাদেশ । রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত করোনা কালীন ক্ষয়ক্ষতির নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সারা পৃথিবীর সঙ্গে করোনা মহামারী সঙ্গে যুদ্ধ করেছে বাংলাদেশের ফ্রন্টলাইনাররা। সংকট মুহূর্তে বাংলাদেশের কেমন ক্ষতি হয়েছে এ নিয়েই রাজধানী ব্র্যাক সেন্টারে সেমিনারের আয়োজন করে ইনাফি বাংলাদেশ।
সেমিনারে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ভাইস চেয়ারম্যান বলেন, ভয়াবহ সময়ে কোভিড মোকাবিলায় সাহসিকতা দেখিয়েছে এনজিও কর্মিরা।
অর্থ সচিব বলেন, করোনা মোকাবিলায় এশিয়া মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ। এই দু:সাধ্য সম্ভব হয়েছে, প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনা এবং সরকারি-বেসরকারি খাতের আর্থিক সহযোগিতার কারণে।
সবার সহযোগিতায় আগামী দিনে সুন্দর সমৃদ্ধ দেশ গড়ে উঠবে প্রত্যাশা বক্তারা।