করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি সমস্যায় দেশের নিম্ন আয়ের মানুষেরা
- আপডেট সময় : ০৭:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন দেশের নিম্ন আয়ের মানুষেরা। তাদের কাছে ভাইরাসে আক্রান্ত হওয়ার আতংকের চেয়েও বেশি ভয়াবহ- ক্ষুধার যন্ত্রণা। তাই পেটের দায়ে রাস্তায় কাজ খুঁজতে নামছেন তারা। কিন্তু কাজে নেয়ার মতো কেউ নেই। এসব নিম্ন আয়ের মানুষের দাবি, সরকার যেন তাদের তিন বেলার খাবারের ব্যবস্থা করেন। তাহলেই তারা ঘরে থাকতে পারবেন। তা নাহলে পরিবার-পরিজনদের ক্ষুধার জ্বালা মেটাতে বাইরে যেতে হবেই।
ভ্যান চালক সোহেল মিয়া। করোনা ভাইরাসের আতংকে রাস্তায় তেমন মানুষজন নেই। তাই ভাড়াও নেই তেমন। ঘরভাড়া মাসে সাড়ে চার হাজার টাকা। এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছেন তিনি।
তারমতো এমন অবস্থা আরও অনেকেরই। সংসার চালাতে রীতিমত হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের এই মানুষজন।
তারা করোনার ঝুঁকির চেয়েও পেটের ক্ষুধা মেটানো নিয়ে বেশি চিন্তিত।
রহিম মিয়া পরিবারের ৮ সদস্য নিয়ে ছুটির তিনদিন না পেরুতেই অসহায় হয়ে পড়েছেন। যার কারণে রাস্তায় বের হয়েছেন তারা। এমন অবস্থায় সরকারের সহায়তা কামনা করেন তারা।
তবে এরই মধ্যে বিভিন্ন এলাকায় এসব নিম্ন আয়ের মানুষদের সরকারসহ বিভিন্ন মহল সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করেন সবাই।