করোনা ভাইরাসের দু’ ধরনের দুই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত
- আপডেট সময় : ০৮:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের দু’ ধরনের দুই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। সরকার নিয়োজিত বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের পর দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা আজ টিকা দুটির জরুরি অনুমোদন দেয়।
অনুমোদন পাওয়া টিকা দুটি হলো—ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ ও সিরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’। ডিসিজিআই প্রধান ভিজি সোমানি বলেন, ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউট উভয় প্রতিষ্ঠান তাদের টিকার ট্রায়ালের তথ্য জমা দিয়েছে। সেই তথ্য পর্যালোচনা করে টিকা দুটির জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ভিজি সোমানি আরও জানান, অনুমোদন পাওয়া টিকাগুলো শতভাগ নিরাপদ।’ভারত বায়োটেক ভারতের হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান। দেশীয় পদ্ধতিতে তারা ‘কোভ্যাক্সিন’ নামের টিকা তৈরি করেছে। সিরাম ইনস্টিটিউট পুনেভিত্তিক প্রতিষ্ঠান। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রকল্পের অন্যতম অংশীদার তারা। সিরাম ইনস্টিটিউট ‘কোভিশিল্ড’ নামে ভারতে এই টিকা উৎপাদন করেছে।অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম অনুমোদন পায় যুক্তরাজ্যে। অক্সফোর্ডের টিকা পেতে বাংলাদেশ সরকার ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে।