করোনা ভাইরাসের বিনামুল্যে গণটিকাদান কর্মসূচি পৃথিবীতে বিরল ঘটনা : চীফ হুইপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, করোনা ভাইরাসের বিনামুল্যে গণটিকাদান কর্মসূচি পৃথিবীতে বিরল ঘটনা। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর এ উদ্যোগ প্রশংসনীয়।
সকালে জেলার শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে সহস্রাধিক প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হুইপ আরও বলেন, করোনার পরীক্ষা ও বিনা মুল্যে টিকার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশে এ পরীক্ষা করাতে খরচ হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা।