করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে লকডাউনের প্রস্তুতি
- আপডেট সময় : ০৯:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে লকডাউনের প্রস্তুতি চলছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি, মুম্বাই, কোলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুসহ দেশটির ৮০টি শহর পুরোপুরি লকডাউনে যাচ্ছে। এরই মধ্যে ভারতজুড়ে ট্রেন, মেট্রো ও আন্তঃরাজ্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। মার্কেট, শপিংমল, সিনেমা, স্কুল, কলেজ ও জিম বন্ধ করে দেয়া হয়েছে। অনেক রাজ্যে ১৪৪ ধারা জারি করে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রোববার সকালে ভারতের মন্ত্রিপরিষদ সচিব সবগুলো রাজ্যের প্রধান সচিবদের সঙ্গে ভিডিও বৈঠক করে, যে শহরগুলো লকডাউনে যাচ্ছে, সেগুলোর তালিকা প্রকাশ করে। দিল্লির সব মার্কেট বন্ধ করার পর সীমানাও বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার ভোর ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত দিল্লী লকডাউন থাকবে বলে ঘোষণা করেন তিনি। লকডাউন চলাকালে ভারতের রাজধানীতে শুধু পুলিশ, স্বাস্থ্য, দমকল, কারাগার, বিদ্যুৎ, পানি, ফার্মেসি, পেট্রলপাম্প ইত্যাদির মতো ২৪টি জরুরি বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে। ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩৯৬ জন, মৃতের সংখ্যা ৭ জন।