করোনা মহামারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে
- আপডেট সময় : ০৩:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা মহামারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। লাশের মিছিলে প্রতিদিনই যোগ দিচ্ছেন হাজারও মানুষ। আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে মৃত্যু ৭৬ হাজার ছাড়িয়ে গেছে।
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসেবে শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৮৫০জন। আর মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯৩৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১৭ হাজার ২৫১ জন। আর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২ লাখ ৯৪ হাজার ১৮৯ জন। বিজ্ঞানীদের পূর্বাভাস জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা এক লাখ স্পর্শ করবে। সে দিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। একদিনে প্রাণঘাতী এই ভাইরাস স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা ও বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আরও দুই হাজার ৪৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে।