করোনা মহামারী ছড়িয়ে দেয়ার দায়ে চীনকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে: ট্রাম্প
- আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে করোনা মহামারী ছড়িয়ে দেয়ার দায়ে চীনকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তিনি জানান, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়ানোয় চীনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে চীনের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনা মোকাবেলায় চীনের ভূমিকায় যুক্তরাষ্ট্র একেবারেই সন্তুষ্ট নয়। তিনি বলেন, প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণকে গোড়াতেই ঠেকানো যেতো। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ত না। লকডাউনসহ একাধিক বিধিনিষেধ সত্ত্বেও এ মহামারীর রাশ টানা যায়নি। বিশ্বজুড়ে এই ভাইরাসে ৩০ লাখেরও বেশি আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ১১ হাজার। তবে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিতের সংখ্যা প্রায় ১০ লাখ। আরা মারা গেছে ৫৬ হাজারেরও বেশি মানুষ।
এদিকে চীনে পণ্য রফতানিতে নতুনভাবে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সামরিক সরঞ্জাম রফতানির ক্ষেত্রে মার্কিন কোম্পানির লাইসেন্স থাকতে হবে। এমনকি বেসামরিক ব্যবহারের জিনিসপত্র রফতানির ব্যাপারেও লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে।