করোনা মোকাবেলা করতে গিয়ে যেন কেউ ডেঙ্গুর কথা ভুলে না যায় :তাজুল ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনা মোকাবেলা করতে গিয়ে যেন কেউ ডেঙ্গুর কথা ভুলে না যায় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলার প্রধান হাতিয়ার হলো জনসচেতনতা।
অসচেতনভাবে বাড়ীর আঙিনায়, ফুলের টবে, পরিত্যক্ত টায়ারে অথবা বালতিতে জমানো পানিতে ৩ দিনে অনায়াসে জন্মাতে পারে ডেঙ্গুবাহী এডিস মশা। তাই সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তাজুল ইসলাম। তিনি জানান, জীবন ও জীবিকার কথা ভেবেই লকডাউন শিথীলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যা উন্নত বিশ্বের সাথে মিল রেখেই করা হয়েছে।