করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন
- আপডেট সময় : ০৪:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জেলায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। গত এক বছরে চার শতাধিক রোগীকে সেবা দিয়েছে তারা। ফাউন্ডেশনের হটলাইনে ফোন দিলেই সিলিন্ডার বাড়ি পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। গোপালগঞ্জেও বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে বেশ কয়েকটি সংগঠন। এসব সংগঠনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
নিজ জেলার মানুষের সেবা ও উন্নয়নে ২০১৭ সালে “নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন” গড়ে তোলেন ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। এর চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। সংগঠনটি জেলার স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়াসহ অন্তত আটটি ক্ষেত্রে কাজ করছে।
করোনা সংক্রমণের শুরুতে ভ্রাম্যমান স্বাস্থ্যসেবার পাশাপাশি অক্সিজেন সার্ভিস চালু করা হয়। গত এক বছরে এক’শ অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে চার শতাধিক রোগীকে সেবা দেয়া দিয়েছে ফাউন্ডেশন। সংকটময় মুহুর্তে এই সেবা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা। রোগীর স্বজনরা ফাউন্ডেশনে এসে সিলিন্ডার নিয়ে যান। আবার, ফাউন্ডেশনের হটলাইনে ফোন দিলে বাড়িতে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবকরা।
সেবা অব্যাহত রাখতে ব্যক্তিগতভাবে ও বিভিন্ন সংস্থা ফাউন্ডেশনে অক্সিজেন সিলিন্ডার উপহার দিচ্ছে। এমন কাজে সহযোগিতা করতে পেরে খুশি অনেকেই। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে বলে জানান, ফাউন্ডেশনের উপদেষ্টা।
এদিকে, গোপালগঞ্জেও ঝুঁকি নিয়ে মোটর সাইকেলে করে অক্সিজেন সিলিন্ডার রোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে একদল স্বেচ্ছাসেবী। বন্ধু মহল, জ্ঞানের আলো পাঠাগার, মধুমতি অক্সিজেন ব্যাংক, প্রিয় গোপালগঞ্জসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে। এমন কাজে যোগ দিতে পেরে খুশি তারা। এসব সংগঠনের রয়েছে অন্তত ৫০টি হেল্পলাইন নম্বর। এ কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন উদ্যোক্তারা।
এসব সংগঠনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অক্সিজেন সেবা পাওয়ায় জেলায় রোগী মৃত্যুর হার কমার আশা করছে জেলাবাসী।