করোনা শনাক্তে নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে সারাদেশে চরম দুর্ভোগ

- আপডেট সময় : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা শনাক্তে নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় সারাদেশে চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ। নমুনা দিয়ে আসার পর করোনা পজেটিভ বা নেগেটিভ রিপোর্ট পেতে লেগে যাচ্ছে এক থেকে দু’সপ্তাহ। এ সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অনেকে মারা যাচ্ছেন, আর উপসর্গহীনরা সংক্রমিত করছেন অন্যকেও। এদিকে কীটসহ ল্যাবের পর্যাপ্ত সামগ্রী ও দক্ষ জনবল সংকটে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ রয়েছে ফেনী, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলায়।
দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গেল ৮ মার্চ। এরপর থেকেই প্রতিদিন যেমন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও।
করোনা রোগী শনাক্ত করতে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও নমুনা সংগ্রহ ও পরীক্ষায় এগিয়ে আসে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। এর ফলে সারাদেশে বাড়ানো হয় পরীক্ষার ল্যাবের সংখ্যাও।
তবে সময়মত নমুনা দিতে না পারা এবং ফলাফল পেতে বেশি বিলম্ব হওয়াসহ বিভিন্ন কারনে ভোগান্তিতে পড়েছে করোনা উপসর্গ নিয়ে থাকা ঢাকা, নোয়াখালী, ফেনী ও গাজীপুরসহ বিভিন্ন জেলার মানুষগুলো।
আর বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় কীট, ল্যাব সামগ্রী ও দক্ষ জনবল সংকট থাকায় বিলম্বে ফলাফলসহ প্রয়োজনীয় সেবা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান, সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে এ বিষয়ে কথা বলেতে ফোন করা হলেও কোন মন্তব্য করতে রাজি হননি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহপরিচালক, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, করোনা রোগীদের দ্রুত সেবা নিশ্চিতে আরটি-পিসিআর মেশিন ক্রয় এবং হাসপাতালে করোনা ওয়ার্ড চালুর কথা জানান, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন।
করোনার এই মহমারীতে প্রয়োজনীয় পরীক্ষা কীট সরবরাহ, ল্যাব স্থাপন এবং দক্ষ জনবলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার।