করোনা সংক্রমণ ও মৃত্যুহার অনুযায়ী দেশকে রেড, গ্রিন ও ইয়োলো জোনে ভাগ করা হবে :স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ ও মৃত্যুহার অনুযায়ী সারাদেশকে রেড, গ্রিন ও ইয়োলো জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ পরিকল্পনা নেয়া হয়েছে।
সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় করণীয় সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর, নারায়ণগঞ্জের মেয়র, স্বরাষ্ট্রমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টরা।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাংবাদিকদের জানান, দেশের অধিকাংশ জেলা ও উপজেলা এখনও ভালো আছে। সেটা ধরে রাখতেই এই সভা। এলাকাভিত্তিক লকডাউনের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সংক্রমণ ও মৃত্যহার বিবেচনা করেই বিশেষজ্ঞদের মতামত নিয়ে তিন জোন ভাগ করা হবে দেশকে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন চূড়ান্ত পরিকল্পনা তৈরীর কাজ বাকী। মেয়র, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।
সব অফিসে ২৫ ভাগের বেশি উপস্থিতি থাকতে পারবে না বলে সভায় জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।