করোনাকালের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পোল্ট্রি খামারিরা
- আপডেট সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
করোনাকালের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রাজবাড়ীর পোল্ট্রি খামারিরা। ডিম ও মুরগির দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছিল তারা। দাম এখন কিছুটা বাড়তির দিকে যাওয়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ক্ষতিগ্রস্থরা। খামারিরা বলছে, সরকারি সহযোগিতায় বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ করা গেলে তারা এ যাত্রায় টিকে যাবে।
রাজবাড়ী জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় পাঁচ হাজার পোল্ট্রি খামার রয়েছে। মার্চে করোনার সংক্রমণ শুরু হলে ডিম ও মুরগির দাম আশঙ্কাজনকহারে কমতে থাকে। এতে অনেকেরই লোকসান গুনতে হয়েছে। সম্প্রতি দাম বাড়তে শুরু করায় আশায় বুক বাঁধছেন তারা।
তবে, বাজার ব্যবস্থাপনা স্থিতিশীল না থাকায় খামারিরা লাভের মুখ দেখেন কম। তারা মনে করেন, এ ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ জরুরি।
জেলায় প্রায় ৪০টি হ্যাচারি আছে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় এখান থেকে বাচ্চা সরবরাহ করা হয়। সরকারিভাবে খামারিদের প্রশিক্ষণ, টিকাদান ও কারিগরি সহযোগিতা দেয়া হয়।তবে, প্রয়োজনের তুলনায় তা খুবই কম। জেলায় মুরগির রোগ নির্ণয়ের জন্য নেই কোনো ডায়াগনিস্টক সেন্টার। এজন্য খামারিদের প্রায়ই সমস্যায় পড়তে হয়। তবে, খামারিদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান, এই কর্মকর্তা।
সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে খামারিরা।