করোনাকে জয় করে ফের কর্মস্থলে শহীদ সোহরাওয়ার্দীর ৪৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী
- আপডেট সময় : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনাকে জয় করে ফের কর্মস্থলে যোগ দিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। করোনা যুদ্ধের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। আক্রান্তদের সুস্থ হয়ে কাজে যোগ দেয়ায় সন্তুষ্টির কথা জানান হাসপাতালের পরিচালক। বলেন, দেশে করোনা আক্রান্ত সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পর্যাক্রমে সুস্থ হয়ে সংকটময় পরিস্থিতির মোকাবিলায় আবার নিজেদের আত্মনিয়োগ করবেন।
করোনার মহাদুর্যোগে আক্রান্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্য বিধি অনুসরণ ও চিকিৎসকের পরামর্শ নিয়ে জয় করলেন করোনাকে। আর তাই আবার স্বাস্থ্য সেবায় ফিরে আসেন তারা।
এক থেকে দেড় মাস আগে, রোগীদের চিকিৎসা সেবা প্রদানের এক পর্যায়ে নিজেদের মধ্যে তারা দেখতে পান করোনা উপসর্গ। টেস্ট করে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে চলে যান হোম কোয়ারিন্টিন ও আইসোলেশনে। মেনে চলেন সব স্বাস্থবিধি। করোনা যুদ্ধজয়ের অভিজ্ঞতা শোনালেন তারা।
করোনা প্রতিরোধে করণীয় নানা দিকনির্দেশনাও জানান করোনাজয়ীরা। আক্রান্তদের হতাশ না হয়ে সাহসের সঙ্গে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তারা।
হাসপাতালের পরিচালক জানান, দেশে করোনা আক্রান্ত চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মী ধীরে ধীরে সুস্থ হয়ে জাতির এই সংকটময় সময়ে বিশেষ ভূমিকা রাখবেন।
করোনা চিকিৎসার পর সুস্থ হওয়া দুই চিকিৎসকের প্লাজমা দেয়ার তথ্য জানিয়ে অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ধীরে ধীরে অন্যরাও প্লাজমা দেবেন।