করোনাভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্র এখন লাতিন আমেরিকা
- আপডেট সময় : ০৭:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্র এখন লাতিন আমেরিকা। প্রতিদিনের কোভিড-১৯ শনাক্তের সংখ্যায় লাতিন আমেরিকা, ইউরোপ-যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের পরিচালক মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে বলেন, করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের ২৪ লাখই আমেরিকার ।এছাড়া আক্রান্তদের মধ্যে ১ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে সংস্থাটি লাতিন আমেরিকারে সবচেয়ে বড় দেশ ব্রাজিলকে নিয়ে বেশি উদ্বিগ্ন। গত সপ্তাহে দেশটিতে সংক্রমেণের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রথম দিকে তালিকার নিচে থাকলেও এখন আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। এদিকে পেরু ও চিলিতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ শনাক্ত হচ্ছে। এখনই এসব দেশের করোনা সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধ ও সুরক্ষা পদক্ষেপ শিথিল করার সময় আসেনি বলেও সতর্ক করেন পিএএইচও পরিচালক ।