করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ইরানে ২২৯ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ইরানে ২২৯ জন মারা গেছে, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যু। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেন, ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট ১৪ হাজার ৬৩৪ জন মারা গেছে। আর মোট সংক্রমণের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৮২৭ জন। করোনা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইরানে। লকডাউন উঠিয়ে নেয়ার পর থেকেই সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আনুমানিক আড়াই কোটি ইরানি করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪ হাজারের মৃত্যু হয়েছে। তিন থেকে সাড়ে তিন কোটির বেশি লোক করোনার ঝুঁকিতে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।